Site icon Jamuna Television

৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেয়ার আহ্বান মাহমুদুর রহমানের

শহীদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেও সরকার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মী ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে এবি পার্টির জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিন উদ্‌যাপনের উদ্বোধনী ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান বলেন, আবার যাতে কেউ শেখ হাসিনার মত ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে তার জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে। ১০ বছরে বেশি প্রধানমন্ত্রী নয়, এ প্রস্তাবে সকল দলের ঐকমত্যের মধ্যে দিয়ে তার প্রাথমিক ধাপ অর্জিত হয়েছে বলে মনে করেন তিনি।

এ সময়, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশকে পরাধীনতা ও আধিপত্যবাদ থেকে মুক্ত করতে হবে। সেইসাথে, আবারও ফ্যাসিবাদ রুখতে প্রয়োজনে জীবন দেয়ার অঙ্গীকার করেন তিনি।

এর আগে, এবি পার্টির ৩৬ দিনের কর্মসূচির উদ্বোধন করে শহীদ নাজমুল কাজির স্ত্রী মারিয়া সুলতানা রাখি।

/এএইচএম

Exit mobile version