Site icon Jamuna Television

গাইবান্ধার সাদুল্লাপুরে পথসভার মাধ্যমে জুলাই পদযাত্রা শুরু এনসিপির

গাইবান্ধা করেসপনডেন্ট: 

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি উত্তরের জেলা গাইবান্ধায় পথসভার মধ্য দিয়ে শুরু করেছে কেন্দ্রীয় নেতারা।

আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে জেলার সাদুল্লাপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে পৌঁছায় পদযাত্রাটি। এ সময়, কেন্দ্রীয় নেতাদের ফুলেল শুভেচ্ছা জানায় এনসিপির উপজেলা পর্যায়ের নেতারা। পরে কেন্দ্রীয় নেতারা ফিতা কেটে এনসিপির সাদুল্লাপুর উপজেলা কার্যালয়ের উদ্বোধন করেন। সেখানে অনুষ্ঠিত হয় এক পথসভায়।

এতে বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। উপস্থিত ছিলেন আহবায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চল মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চল মুখপাত্র সারজিস আলমসহ কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ। 

পথসভা শেষে পদযাত্রাটি গাইবান্ধা জেলা শহরের পৌর পার্কের শহীদ মিনারে গিয়ে মিলিত হবে। সেখানে সমাবেশে যোগ দেবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এরপর পদযাত্রাটি পলাশবাড়ী হয়ে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদের গুলি লাগার স্পটে এসে মিলিত হবে।

/এএইচএম

Exit mobile version