Site icon Jamuna Television

পদ্মা সেতু প্রকল্পে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক

পদ্মা সেতুর পরামর্শক নিয়োগ নিয়ে অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তের প্রাথমিক পর্যায়ে পিপিএ-পিপিআর, আর্থিক মূল্যায়ন পুনঃব্যবহার না করাসহ নানা ক্ষেত্রে উঠে এসেছে ব্যত্যয়।

মঙ্গলবার (১ জুলাই) দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, পরিবর্তিত এই সময়ে এক যুগ আগে নিষ্পত্তি হওয়া পদ্মা সেতুর পরামর্শক নিয়োগ মামলা পুনরায় অনুসন্ধান শুরু করেছে দুদক। যথেষ্ট প্রমাণ থাকলেও গায়ের জোরে আওয়ামী লীগ সরকার আসামিদের অব্যাহতি দেয়।

দুদক চেয়ারম্যান জানান, সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, তৎকালীন প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদৌসসহ সংশ্লিষ্টদের নথি পর্যালোচনা শুরু হয়েছে। তৎকালীন কমিশনের কেউ জড়িত থাকলে তাও খতিয়ে দেখবে দুদক।

/এমএইচ

Exit mobile version