Site icon Jamuna Television

গাজায় নিহত আরও ৫১ ফিলিস্তিনি

নতুন করে চালানো ইসরায়েলের বিমান ও স্থল হামলায় গাজা উপত্যকায় অন্তত ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১ জুলাই) ভোর থেকে হওয়া হামলায় নিহত হন তারা। হাসপাতাল সূত্রে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে ১১৬টি মৃতদেহ এবং ৪৬৩ জন আহত ব্যক্তি পৌঁছেছে।

গত ১৮ মার্চ হামাসের সঙ্গে ঘোষিত অস্ত্রবিরতি ভঙ্গের পর থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৩১৫ জন ফিলিস্তিনি নিহত এবং ২২ হাজার ৬৪ জন আহত হয়েছেন।

এদিকে, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৬ হাজার ৬৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ৩৪ হাজার ১০৫ জন আহত হয়েছেন।

/এএম

Exit mobile version