জুলাই গণঅভ্যুত্থান ও আন্দোলন যে প্রতিশ্রুতি নিয়ে হয়েছিল তা রক্ষা হয়নি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জুলাই গণঅভ্যুত্থানের আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা বলেন, দেশে বৃহৎ অর্থে এখনও বৈষম্য নিরসন হয়নি। তবে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সরকার চেষ্টা করছে। প্রত্যেক নাগরিক রাষ্ট্রের চোখে সমান, কেননা সংখ্যালঘুরাও শহীদ হয়েছে। এসময় অন্যায়ের বিরুদ্ধে ঐকবদ্ধ থাকার আহ্বানও জানান উপদেষ্টা।
/এমএইচ

