
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।
মঙ্গলবার (১ জুলাই) বিকালে প্রায় দেড়ঘণ্টা রূপসা খান জাহান আলী সেতুর টোলপ্লাজায় এ কর্মসূচি পালন করা হয়। এতে খুলনার প্রবেশদ্বারে সৃষ্টি হয় তীব্র যানজট।
এর আগে, কেএমপির সদরদফতরে তালা মেরে সামনের খান জাহান আলী সড়ক অবরোধ করেন তারা। এসময় বিক্ষোভকারীরা বলেন, নগরীতে বারবার খুনের মতো ঘটনা ঘটলেও কমিশনার জুলফিকার আলী নগরবাসীকে নিরাপত্তা দিচ্ছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও ঘোষণা করেন তারা।
উল্লেখ্য, ২৫ জুন থেকে একই দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাকর্মীরা নানা কর্মসূচি করে আসছে।
/এমএইচ



Leave a reply