Site icon Jamuna Television

আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে প্রধান আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সিএমপির কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান এই অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে মোট ৩৮ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে আদালত চত্বরে সংঘর্ষের মধ্যে আইনজীবী আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এরপর গত ৫ মে আদালতের নির্দেশে এই মামলায় চিন্ময়কে গ্রেফতার দেখায় পুলিশ।

 

Exit mobile version