Site icon Jamuna Television

সেনা মোতায়নের পরও বেপরোয়া ক্ষমতাসীনরা: খন্দকার মোশাররফ

কুমিল্লা ব্যুরো:

সেনাবাহিনী মাঠে নামার দ্বিতীয় দিনেও সরকারদলীয় প্রার্থীর নেতাকর্মীরা বেপরোয়া। প্রত্যাশা অনুযায়ী লেভেল প্লেয়িং ফিল্ড আমরা দেখতে পাচ্ছি না।
কুমিল্লার তিতাসের কড়িকান্দিতে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা ১ ও কুমিল্লা ২ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি আরো বলেন, দুঃশাসনে দেশ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ধ্বংস করেছে। তাদের ডিজিটাল দুর্নীতিতে মন্ত্রী-এমপি ও আওয়ামী লীগ নেতাদের ব্যক্তিগত উন্নয়ন হয়েছে, দেশের মানুষের কোনো উপকার হয়নি।

এসময় তার নির্বাচনী পথসভায় খালেদা জিয়ার মুক্তি চাই, ধানের শীষে ভোট চাই স্লোগানসংবলিত ব্যানার, শহীদ জিয়া, ড. মোশাররফ এবং ড. মারুফের ছবিসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন শোভা পাচ্ছিল হাজারো নেতাকর্মীর হাতে হাতে।

Exit mobile version