Site icon Jamuna Television

রাজবাড়ীতে জমকালো আয়োজনে বড়দিন পালিত

রাজবাড়ী প্রতিনিধি
দেশ ও দশের মঙ্গল কামণায় রাজবাড়ীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যেদিয়ে খ্রীস্টান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব বড়দিন পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজবাড়ী সরকারি কলেজ সংলগ্ন রাজবাড়ী ব্যাপ্টিষ্ট চার্চে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ শওকত আলী কেঁক কেটে এর আনুষ্ঠানিকতা শুরু করেন।

রাজবাড়ী ব্যাপ্টিষ্ট চার্চের পালক জেমস হালদার এর সভাপতিত্ত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম,রাজবাড়ী জেলা টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সহ সভাপতি কাজী আব্দুল কুদ্দুস।

এর আগে দিনটি উপলক্ষে সকাল থেকেই ধর্মীয় নিয়ম অনুসারে গির্জায় তাদের সব ধরনের প্রার্থনা পালন করেছে ভক্তগণ।

Exit mobile version