Site icon Jamuna Television

ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ২য় পর্যায়ের ৭ম দিনের বৈঠক শুরু হচ্ছে আজ

দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। ফাইল ছবি।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ৭ম দিনের বৈঠক শুরু হচ্ছে আজ। দু’দিন বিরতির পর বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হবে বৈঠকটি।

আজকের আলোচনায় নতুন কোনো বিষয় রাখা হয়নি। আগের যেসব বিষয়ে ঐকমত্য হয়নি, সেগুলোই আলোচনা হবে। ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে দ্রুত সংস্কার প্রস্তাব চূড়ান্ত করতে চায় কমিশন।

এর আগে, ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ জানান, জুলাই মাসের মধ্যেই কমিশন একটি সনদে পৌঁছাতে চায়। তবে, সেটা রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।

/এএইচএম

Exit mobile version