Site icon Jamuna Television

সিনেটে পাস হয়েছে মার্কিন প্রেসিডেন্টের ‘বিগ বিউটিফুল বিল’

নানা নাটকীয়তার পর, সিনেটে পাস হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর ও ব্যয় সংক্রান্ত ‘বিগ বিউটিফুল বিল’। এই বিলে ট্রাম্পের ২০১৭ সালের কর কট, সামাজিক সুরক্ষা কর্মসূচিতে কাটছাঁট এবং সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন নিষ্কাশনে বর্ধিত বাজেট অন্তর্ভুক্ত রয়েছে। তবে, তিন রিপাবলিকান সিনেটর ডেমোক্র্যাটদের সাথে ভোট দিয়ে বিলটির বিরোধিতা করেন।

২৪ ঘণ্টার বিতর্ক শেষে হওয়া ভোটাভুটিতে পক্ষে-বিপক্ষে সমসংখ্যক ভোট পড়ায়, বিলটি পাসের জন্য প্রয়োজন হয় সিনেট প্রেসিডেন্টের টাই ব্রেকিং ভোট। দীর্ঘসময় অচলাবস্থার পর, এ দায়িত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভোটে অবশেষে পাস হয় বিলটি।

চূড়ান্ত অনুমোদনের জন্য এটি আবারও কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। সেখানে অনুমোদন পেলে, সইয়ের পর তা আইনে পরিণত করবেন ট্রাম্প।

বিলটির মাধ্যমে ধনীদের কর ছাড়ের সুবিধা দেয়ার পাশাপাশি স্বাস্থ্যখাতে অর্থ কাটছাঁট করতে চান ট্রাম্প। যার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।

সূত্র: সিএনএন নিউজ।

/এআই

Exit mobile version