Site icon Jamuna Television

ভাঙ্গায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও কোরবানির গোশত লুট

ভাঙ্গা করেসপনডেন্ট:

ফরিদপুরের ভাঙ্গায় এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ৪ ভরি স্বর্ণালংকার, ১৫ টি বিদেশি কম্বল এবং ফ্রিজের মধ্যে রাখা ২০ কেজি কোরবানির গরুর গোশত নিয়ে যায়।

মঙ্গলবার (১ জুলাই) দিবাগত গভীর রাতে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে সৌদি প্রবাসী বলাম শেখের বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘারুয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মান্নান শেখ।

তিনি জানান, গতরাতে আমার ওয়ার্ডের সৌদি প্রবাসী বালাম শেখের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বালামের ঘর থেকে অনেক টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা। শীত ও বর্ষার সময়ে চুরি-ডাকাতির ঘটনা একটু বেশি ঘটে বলেও জানান তিনি।

এ বিষয়ে সৌদি আরব প্রবাসী বালাম শেখের স্ত্রী শিখা বেগম বলেন, আমার মেয়ের অপারেশন জন্য আমরা ফরিদপুরে অবস্থান করছিলাম। আমাদের অনুপস্থিতে মঙ্গলবার দিবাগত রাতের আঁধারে কেচি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রতিটি রুমের দরজার তালা, হ্যাজবোল্ট ভেঙে রুমে ঢুকে ২টি স্বর্ণের চেইন, ২টি ব্রেসলেট, ২টি নাকের দুলসহ মোট ৪ ভরি স্বর্ণালংকার, ১৫ টি কম্বল নিয়ে যায়। এছাড়া ফ্রিজে রাখা কুরবানির প্রায় ২০ কেজি গরুর মাংসও নিয়ে গেছে। 

মামলা করার বিষয় তিনি বলেন, আমার স্বামী বিদেশে থাকে। তার সাথে কথা বলে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

/এএইচএম

Exit mobile version