Site icon Jamuna Television

জাতীয় নির্বাচনে ইসিকে সহায়তা দেবে জাতিসংঘ ও জাপান

আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করবে জাপান ও জাতিসংঘ। এরই অংশ হিসেবে জাপান সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) একটি চুক্তি স্বাক্ষর করেছে।

বুধবার (২ জুলাই) নির্বাচন ভবনে এই চুক্তি স্বাক্ষর হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

এই চুক্তির আওতায় ইসির প্রাতিষ্ঠানিক, কারিগরি ও কার্যক্রম পরিচালনার দক্ষতা বৃদ্ধিতে জাপান ৬৯৫ মিলিয়ন ইয়েন (প্রায় ৪৮ লাখ মার্কিন ডলার) অনুদান দেবে।

রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক পথে যাত্রার এক সন্ধিক্ষণে রয়েছে। একটি অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রুপান্তরের চেষ্টাকে জাপান পূর্ণ সমর্থন করে।

স্টেফান লিলার বলেন, জাপানের সহায়তা বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে সাহায্য করবে। এই নির্বাচনী সহায়তা গণতান্ত্রিক উন্নয়নকে এগিয়ে নেবে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার আহমেদ, জাপান ৪.৮ মিলিয়ন ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইসি এই অর্থ যথাযথভাবে কাজে লাগাবে। এছাড়া ইউএনডিপি সহায়তা অব্যাহত রয়েছে।

/আরএইচ

Exit mobile version