Site icon Jamuna Television

ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে এশিয়া কাপে এক পা মেয়েদের 

নারী এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। বুধবার (২ জুলাই) ইয়াঙ্গুনের থুয়ানা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা।

এদিন ম্যাচের প্রথম মিনিটেই জোরালো আক্রমণ সাজায় মিয়ানমার। তবে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় সেই আক্রমণ। এরপর পাল্টা আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রন নেয় বাংলাদেশ।

১৯ মিনিটে ঋতুপর্ণার জোরালো শটে লিড নেয় বাংলাদেশ। বক্সের বাহির থেকে ফ্রি কিক নিলে মিয়ানমারের মানবদেয়ালে লাগে। তার বাঁ পায়ের ফিরতি শট আর ঠেকাতে পারেনি মিয়ানমারের গোলকিপার।

এরপর ৭২ মিনিটে আবারও স্কোরশিটে নাম লেখান তিনি। এতে দুই গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে ম্যাচের শেষ মুহূর্তে একটি গোল শোধ করে মিয়ানমার।

এই ম্যাচে জয় পাওয়ায় প্রথমবারের মতো এশিয়া কাপ খেলার খুব কাছে পৌঁছে গেলো মনিকা-তহুরারা। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে জয় অথবা ড্র হলেই ইতিহাস সৃষ্টি করবে বাংলাদেশ, প্রথমবারের মতো খেলবে এশিয়া কাপের মূলপর্বে।

এর আগে, নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে আসর শুরু করে লাল-সবুজের প্রতিনিধিরা।

উল্লেখ্য,  র‌্যাঙ্কিংয়ে মিয়ানমারের অবস্থান ৫৫তে। নিজেদের মাঠে খেলছে তারা। বাংলাদেশ আছে ১২৮তম অবস্থানে। ২০১৮ সালের অলিম্পিক বাছাইয়ে মিয়ানমারের কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশের মেয়েরা।

/এমএইচ

Exit mobile version