Site icon Jamuna Television

আসছে বিটিএস’র নতুন অ্যালবাম

বিটিএস ভক্তদের জন্য সুখবর! সাম্প্রতিক এক লাইভস্ট্রিমে তারা ঘোষণা দিয়েছে, ২০২৬ সালের বসন্তে আসছে তাদের নতুন অ্যালবাম। একইসঙ্গে শুরু হবে বহু প্রতীক্ষিত বিশ্ব সফর। খবর বিবিসি’র।

সেনাবাহিনীতে বাধ্যতামূলক ১৮ মাসের সেবা শেষ করে প্রথমবারের মতো একসঙ্গে হাজির হয়েছেন ব্যান্ডের সাত সদস্য। সবাই একসঙ্গে জানিয়েছেন, জুলাই থেকেই তারা নতুন গান তৈরির কাজে হাত দিচ্ছেন।

ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, নতুন অ্যালবামের সঙ্গে তারা বিশ্বজুড়ে ভক্তদের সঙ্গে দেখা করবে। ভক্তদের ভালোবাসাই বিটিএসের অনুপ্রেরণা বলে উল্লেখ করে তারা।

২০২২ সালে ‘পারমিশন টু ডান্স অন স্টেজ’ ট্যুরের পর এটিই হবে তাদের প্রথম বিশ্ব সফর। আর পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম হিসেবে এটি আসবে ২০২০ সালের পর প্রথমবার।

বিটিএস সদস্যরা বলেন, ‘এই অ্যালবামটি আমাদের প্রত্যেকের ভাবনা ও অনুভূতির প্রতিফলন হবে। আমরা ঠিক সেই মনোভাব নিয়ে কাজ করছি, যেমনটা শুরুতে করেছিলাম।‘

২০১৩ সালে আত্মপ্রকাশ করা বিটিএস এখন বিশ্বের সবচেয়ে সফল কে-পপ ব্যান্ড। ২০২০ ও ২০২১ সালে তারা বিশ্বের সর্বাধিক বিক্রিত শিল্পী ছিলেন। যুক্তরাষ্ট্রে ছয়টি অ্যালবাম ও ছয়টি গান পৌঁছেছে শীর্ষ স্থানে।

/এমএমএইচ

Exit mobile version