Site icon Jamuna Television

এশিয়া কাপ তবে ৫ সেপ্টেম্বর শুরু

আগামী ৫ সেপ্টেম্বর শুরু হতে পারে এশিয়া কাপ। আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ না করা হলেও এমন খবরই প্রকাশ পেয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোতে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, এবারের এশিয়া কাপ শুরু হতে পারে আগামী ৫ সেপ্টেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ২১ সেপ্টেম্বর। টুর্নামেন্টের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) হলেও ম্যাচগুলো হতে পারে সংযুক্ত আরব আমিরাতে।

এশিয়া কাপের সবচেয়ে আকর্ষণীয় হলো ভারত-পাকিস্তান ম্যাচ। সব কিছু ঠিক থাকলে আগামী ৭ সেপ্টেম্বর দেখা যাবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই।

টি-টোয়েন্টি সংস্করণে হবে এবারের এশিয়া কাপ। টুর্নামেন্টে অংশ নেবে ছয়টি দল। গ্রুপ পর্ব থেকে শীর্ষ দলগুলো উঠবে সুপার ফোরে। সেখান থেকে সেরা দুই দল খেলবে ফাইনালে।

টুর্নামেন্টে অংশ নেবে ছয়টি দল– ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও আরব আমিরাত।

/এএম

 

Exit mobile version