Site icon Jamuna Television

তামিম-জাকেরের অর্ধশতক সত্ত্বেও অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশের হার

কলম্বোয় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭৭ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কোরকার্ডে ১ উইকেটের বিনিময়ে শতরান পেরোয় বাংলাদেশ। এরপরেই ছন্দপতন। দলীয় ৫ রান যোগ করতেই একে একে ৭ উইকেট হারায় সফরকারীরা। শেষ দিকে জাকের আলীর চেষ্টা পরাজয়ের ব্যবধানই কমিয়েছে মাত্র।

বুধবার (২ জুলাই) রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

ব্যাট করতে নেমে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। মাত্র ৫ রানে ভাঙে স্বাগতিকদের উদ্বোধনী জুটি। রানের খাতা খোলার আগেই সাকিবের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পাথুম নিশাঙ্কা। এরপর নিশান মাদুশকা ও কামিন্দু মেন্ডিসের উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। এরপর কুশাল মেন্ডিস ও আসালাঙ্কা হাল ধরেন দলের।

৪৫ রান করা কুশালকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন স্পিনার তানভির। এরপর নাজমুল হোসেন শান্তর বলে জানিথ লিয়ানাগে ফিরলে ১৫৩ রানেই ৫ উইকেট হারায় লঙ্কানরা। পরের আঘাতটা তানজিম সাকিব করেছেন মিলান রাত্নায়েকের উইকেট তুলে। শেষের দিকে তাসকিন করেন জোড়া আঘাত। আর আসালাঙ্কাকে ফেরান তানজিম সাকিব। লঙ্কান কাপ্তান তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম শতরান। তিনি করেন ১২৩ বলে ১০৬ রান।

বাংলাদেশের হয়ে বল হাতে দ্যুতি ছড়ান তাসকিন আহমেদ ও তানজিম সাকিব। তাসকিন পান ৪টি এবং সাকিব পান ৩টি উইকেট।

নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে দেখেশুনে খেলতে থাকে বাংলাদেশ। ব্যক্তিগত ১৩ ও দলীয় ২৯ রানে পারভেজ ইমনের বিদায় হলে, দলের হাল ধরেন তামিম ও শান্ত। দু’জন মিলে গড়েন ৭১ রানের পার্টনারশিপ।

দলীয় ১০০ রানে শান্তর বিদায়ের পর বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যেন রূপ হয়ে ওঠে ‘তাসের ঘর’। দলীয় ৫ রানে পরের ৭ উইকেট হারিয়ে লজ্জার রেকর্ড গড়ে বাংলাদেশ। এর আগে, ওয়ানডেতে দ্বিতীয় থেকে অষ্টম উইকেটের মধ্যবর্তী ন্যূনতম রান ছিল ৮। ২০২০ সালে নেপালের বিপক্ষে একটি ম্যাচে এই কীর্তি গড়েছিল যুক্তরাষ্ট্র।

প্রথম তিন ব্যাটারের পর বাংলাদেশের স্কোরকার্ড যেন হয়ে ওঠে দীর্ঘ এক অঙ্কের ডিজিট। একপ্রান্ত আগলে রাখা জাকের আলীর ৫১ রান কেবলমাত্র পরাজয়ের ব্যবধানই কমায়। শেষ পর্যন্ত ১৬৭ রানে থামে বাংলাদেশের ইনিংস। লঙ্কানদের পক্ষে মাত্র ১০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন হাসারাঙ্গা। ৫ ওভারে ১৯ রানে ৩ উইকেট নেন কামিন্দু মেন্ডিস। একটি করে উইকেট নেন আসিথা ফার্নান্দো আর মাহিশ থিকসানা।

উল্লেখ্য, আগামী শনিবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

/এমএইচআর

Exit mobile version