Site icon Jamuna Television

২৪তম বিসিএস শিক্ষা ক্যাডারের আহ্বায়ক কমিটি গঠন

২৪তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারকে যুগোপযোগী, গণতান্ত্রিক ও সকল সদস্যের অংশগ্রহণমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বুধবার (২ জুলাই) সেলিনা আক্তার (সহযোগী অধ্যাপক) ও মো. নূরুল ইসলাম রনি (সহযোগী অধ্যাপক)-এর সমন্বিত নেতৃত্বে ২৪তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৯৯ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

পরিষদ জানিয়েছে, তাদের মূল দায়িত্ব হবে— ২৪তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সদস্যদের স্বার্থ, অধিকার ও পেশাগত উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা এবং ক্যাডারের ঐক্য, স্বচ্ছতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা।

পরিষদ ঘোষণার পাশাপাশি নেতৃবৃন্দ জানান, খুব শিগগিরই একটি উন্মুক্ত, ফ্রি ও ফেয়ারের নির্বাচন আয়োজনের মাধ্যমে ২৪তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার পরিষদের পূর্ণাঙ্গ ও গণতান্ত্রিক প্রতিনিধিত্ব নির্বাচন করা হবে। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হবে।

তারা বলছেন, আমরা এই উদ্যোগের মাধ্যমে ক্যাডারের সকল সদস্যের মত, পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল কাঠামো গড়ে তোলার পথ প্রশস্ত হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা সকল সদস্যকে আহ্বান জানাই—এই নতুন যাত্রায় সক্রিয় অংশগ্রহণ করুন এবং একটি কার্যকর ও জবাবদিহিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পাশে থাকুন।

কমিটির উল্লেখযোগ্য সদস্যরা হলেন: ডিআইএ পরিদর্শক মো. আবু দাউদ ডেভিড, ইডেন মহিলা কলেজের মো. আফজাল হোসাইন, দুয়ারীপাড়া সরকারি কলেজের মো. রেমানুল ইসলাম, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ কুদরাত-ই-খুদা গালিব, টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের শামীম আল মামুন, মাউশিতে ওএসডি মো. জাহাঙ্গীর আলম, ঢাকা কলেজের মো. সানিউল ইসলাম, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের মো. কামরুজ্জামান শাহীন, মানিকগঞ্জের ভেকু মেমোরিয়াল কলেজের মো. ফখরুদ্দীন শাওন, যশোর শিক্ষা বোর্ডের খুরশিদুল আলম মল্লিক লাল্টু, বদরুন্নেসা সরকারি মহিলা কলজের মুহাম্মদ আক্তারুজ্জামান লোকমান প্রমুখ।

/এমএইচআর

Exit mobile version