Site icon Jamuna Television

ট্রাম্পের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পর্যালোচনা করবে হামাস

গাজায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতির বিষয়টি গভীর ভাবে পর্যালোচনার কথা জানিয়েছে হামাস।

বুধবার (২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদসংস্থা আলজাজিরা। খোলাখুলিভাবে কিছু না জানালেও একমাত্র স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রস্তাবই গ্রহণযোগ্য বলে আবারও ইঙ্গিত দিয়েছে স্বাধীনতাকামী গোষ্ঠীটি।

এর আগে, গাজায় যুদ্ধ বিরতি কার্যকরে প্রয়োজনীয় শর্তে রাজি হওয়ার কথা জানায় ইসরায়েল। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে যা নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উল্লেখ্য, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতার ভূমিকায় আছে কাতার ও মিশর।

/এএইচএম

Exit mobile version