Site icon Jamuna Television

শাহবাগে দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে আড়াই লাখ টাকা ছিনতাই

রাজধানী শাহবাগের শহীদ মিনার ও দোয়েল চত্বরের মাঝামাঝি জায়গা থেকে মানিক মিয়া নামে এক ব্যক্তিকে অস্ত্র ঠেকিয়ে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (২ জুলাই) বেলা তিনটার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মনোজ প্রভাকর রায়।

তিনি জানান, ছিনতাই এর ঘটনায় শাহবাগ থানায় ভুক্তভোগী মানিক একটি অভিযোগ দায়ের করেছেন। এখানে কোন সিসিটিভি ফুটেজ নেই, তাই আমরা ম্যানুয়ালি চেষ্টা করছি। আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি।

তিনি আরও বলেন, আমাদের ধারণা ওই ব্যক্তিকে মতিঝিল এলাকা থেকে ফলো করা হয়েছে। যতটুকু জানতে পেরেছি তিনি ডলার ভেঙে ক্যাশ টাকা নিয়ে এই পথ দিয়ে যাচ্ছিলেন এবং সেই সময়েই এই ঘটনাটি ঘটে। তিনি একটি অভিযোগ দিয়েছেন কিন্তু এখনও মামলা হয়নি।

ভুক্তভোগী মানিক মিয়ার শ্যালক শাহ আলম জানান, আমার দুলাভাই ঠিকাদারির পাশাপাশি ডলার কেনাবেচা করে। আজ দুপুরের দিকে ডলার ভাঙ্গিয়ে মতিঝিল থেকে ফেরার সময় শহীদ মিনার ও দোয়েল চত্বরের মাঝামাঝি স্থানে আসলে ৩-৪ জন রিক্সার গতিরোধ করে  এবং অস্ত্র ঠেকিয়ে তার কাছে থাকা আড়াই লক্ষ টাকা নিয়ে যায়। এ সময়ে তারা দ্রুত স্থান ত্যাগ করতে বলে না করলে জীবননাশের হুমকি দেয়। এই ঘটনায় আমার দুলাভাই শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

/এএইচএম

Exit mobile version