Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ যাত্রী নিয়ে ফেরিডুবি, নিহত ৪ নিখোঁজ ৪১

নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা। ছবি: বিবিসি

ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ যাত্রী নিয়ে ফেরিডুবিতে ৪ জনের মৃত্যু হয়েছে। সেইসাথে নিখোঁজ রয়েছেন বাকি ৪১ জন। তবে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (২ জুলাই) ইন্দোনেশিয়ার ইস্ট জাভা প্রদেশের কেতাপাং বন্দর থেকে ছেড়ে যায় ‘এম ভি টুনু প্রাতামা’ নামের একটি ফেরি। গন্তব্য ছিল বালির গিলিমানুক বন্দর।

স্থানীয় বার্তা সংস্থা জানায়, কেতাপাং বন্দর থেকে যাত্রা শুরুর আধ ঘণ্টার মধ্যেই ডুবে যায় সেই ফেরি। দুর্ঘটনার সময় ফেরিতে ১২ ক্রু’সহ ৫৩ জন যাত্রী ছিলেন। মোট গাড়ির সংখ্যা ছিল ২২টি।

খবর পাওয়ার সাথে সাথেই উদ্ধার অভিযান শুরু করে জরুরি বিভাগের সদস্যরা। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৪ জনের মরদেহ। জীবিত উদ্ধার হয়েছে ২০ জন। তবে এখনও ৪১ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

/এএইচএম

Exit mobile version