Site icon Jamuna Television

ট্রাম্পের নির্বাহী আদেশে কেড়ে নেয়া হচ্ছে ট্রান্সজেন্ডার সাঁতারুর পদক

ট্রাম্পের আদেশে কেড়ে নেয়া হচ্ছে ‘রুপান্তরিত’ ক্রীড়াবিদ সাতারু লিয়া টমাসের স্বর্ণ পদক। দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পর মেয়েদের খেলায় ‘রূপান্তরিত’ ক্রীড়াবিদদের নিষিদ্ধ করেন ট্রাম্প।

ট্রাম্পের এই সিদ্ধান্তের পরই যুক্তরাষ্ট্রের এই রূপান্তরিত সাঁতারুর ব্যক্তিগত অর্জন বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে তার রেকর্ড মুছে ফেলার পাশাপাশি কেড়ে নেয়া হবে পদক।

২০২২ সালে যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ের সর্বোচ্চ আসর এনসিএএ চ্যাম্পিয়নশিপে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের হয়ে মেয়েদের সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন লিয়া টমাস। প্রথম রূপান্তরিত অ্যাথলেট হিসেবে স্বর্ণ জেতেন তিনি। যা সৃষ্টি করে ব্যাপক বিতর্কের।

কারণ এর আগে ছেলেদের বিভাগে অংশ নেওয়া লিয়া টমাসের র‍্যাঙ্কিং ছিল ৪৬২। কিন্তু মেয়েদের বিভাগে অংশ নেয়ার পর র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসেন এই রুপান্তরিত ক্রীড়াবিদ। এতে স্পষ্ট বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন নারী সাঁতারুরা।

/এমএইচ

Exit mobile version