Site icon Jamuna Television

অঘটনের উইম্বলডনে তৃতীয় রাউন্ডে আলকারাজক-সাবালেঙ্কা

আরিনা সাবালেঙ্কা ও কার্লোস আলকারাজ (ডান দিকে)। ছবি: রয়টার্স।

অঘটনের উইম্বলডনে তৃতীয় রাউন্ডে নাম লিখিয়েছেন কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা। আলকারাজ হারিয়েছেন অলিভার টারভেটকে ও মেরি বুৎসকোভার পরাজিত হয়েছেন সাবালেঙ্কার কাছে।

ম্যাচে খুব সহজেই জয় পেয়েছেন আলকারাজ। পাঁচবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী ৬-১, ৬-৪, ৬-৪ সেটে হারিয়েছেন ব্রিটিশ খেলোয়াড় অলিভার টারভেটকে। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৭৩৩ নম্বরে থাকা টারভেটকে হারাতে আলকারাজের সময় লেগেছে দুই ঘণ্টা ১৭ মিনিট।

এদিকে মেয়েদের বিভাগে তৃতীয় রাউন্ডে উঠতে বেশ কষ্ট করতে হয়েছে সাবালেঙ্কাকে। যদিও সরাসরি সেটে জিতেই তিনি। কিন্তু দুটি সেটেই বিশ্বের ৪৫ নম্বর খেলোয়াড় চেক প্রজাতন্ত্রের মেরি বুৎসকোভার বিপক্ষে লড়াই করতে হয়েছে। প্রথম সেটটি টাইব্রেকারে জয়ের পর দ্বিতীয় সেটটি জিতেছেন ৬-৪ গেমে।

/এমএইচ

Exit mobile version