Site icon Jamuna Television

ভিন্ন নামে যুক্তরাজ্যে অ্যাপার্টমেন্ট ক্রয় নেতানিয়াহুর ছেলের

ভিন্ন নামে যুক্তরাজ্যে অ্যাপার্টমেন্ট কিনেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে আভনের নেতানিয়াহু।

বুধবার (২ জুলাই) ইসরায়েলের ব্যবসায়িক ও অর্থনৈতিক সংবাদপত্র ক্যালকালিস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে পাঁচ লাখ ইউরোরও বেশি মূল্য দিয়ে আভি আভনের সেগাল নামে অক্সফোর্ডে অ্যাপার্টমেন্টটি কেনেন বেনিয়ামিন নেতানিয়াহুর ছোট ছেলে। কিন্তু এর জন্য ইসরায়েলি কর কর্তৃপক্ষকে কোনো জবাবদিহি করতে হয়নি তাকে বলে দাবি করা হয় প্রতিবেদনটিতে।

এ সময় আরও অভিযোগ করা হয়, বিদেশে সম্পদ থাকার জন্য যে নির্ধারিত পরিমাণ অর্থ ইসরায়েলি সরকারকে দিতে হয়, তার চেয়ে কম অর্থ পরিশোধ করেছেন আভনের নেতানিয়াহু।

/এএইচএম

Exit mobile version