চানখাঁরপুলে ৬ জনকে হত্যা: ট্রাইব্যুনালে চার আসামি, দ্বিতীয় দিনের শুনানি শুরু

|

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে। এর আগে এ হত্যা মামলায় কনস্টেবল সুজনসহ গ্রেফতার ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ দ্বিতীয় দিনের মতো অভিযোগ গঠনের শুনানি চলছে।

এর আগে ২৯ জুন, রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি করেন। আজ আসামীপক্ষের আইনজীবীরা শুনানী করছেন।

২৯ জুন শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন, ২০২৪ সালের ৫ আগষ্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে আসা ছাত্র জনতার ওপর চানখারপুলে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে পুলিশ। সেসময় পুলিশের গুলিতে নবম শ্রেনীর শিক্ষার্থী আনাসসহ ৬ জন প্রাণ হারান।

ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীসহ ৮ পুলিশ সদস্য মানবতাবিরোধী অপরাধের এই মামলার আসামি। গ্রেফতার আছেন শাহবাগ থানার বরখাস্ত পুলিশ পরিদর্শক আরশাদ, তিন পুলিশ কনস্টেবল সুজন, ইজাজ হোসেন ইমন ও নাসিরুল।

আর হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের বরখাস্ত হওয়া ডিসি আখতারুল ইসলামসহ ৪ আসামি পলাতক।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply