Site icon Jamuna Television

উত্তর গাজায় সামরিক অভিযানের সময় এক ইসরায়েলি সেনা নিহত

নিহত ইয়ানিভ মিখালোভিচ

উত্তর গাজায় সামরিক অভিযানের সময় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। নিহত সেনার নাম ইয়ানিভ মিখালোভিচ। ১৯ বছর বয়সী এ সেনা কাজ করতেন আইডিএফের একটি ট্যাংক ইউনিটে।

বুধবার (২ জুলাই) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে টাইমস অব ইসরায়েল

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, একই হামলায় ওই ট্যাংকের কমান্ডারসহ গুরুতর আহত হয়েছে আরেক সেনা। এছাড়া অন্য একটি সংঘর্ষে কমান্ডো ব্রিগেডের এক সেনাও গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে তারা।

এর আগে, গত ২৪ জুন খান ইউনিসে হামাসের হামলায় সাত আইডিএফ সেনা নিহত হওয়ার ঘটনায়, জড়িত দুই হামাস সদস্যকে হত্যার দাবি করেছে আইডিএফ ও গোয়েন্দা সংস্থা শিন বেত। এক যৌথ বিবৃতিতে জানানো হয়, গত সপ্তাহে খান ইউনিসে পরিচালিত এক ড্রোন হামলায় তাদেরকে হত্যা করা হয়।

/এএইচএম

Exit mobile version