Site icon Jamuna Television

রাজবাড়ীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ী করেসপনডেন্ট:

রাজবাড়ীতে পা‌রিবা‌রিক কল‌হের জে‌রে স্ত্রী নাজমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা মামলায় স্বামী মকিম মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দি‌য়ে‌ছে আদালত। একই স‌ঙ্গে তা‌কে দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হ‌য়ে‌ছে। 

বৃহস্প‌তিবার (৩ জুলাই) দুপু‌রে সি‌নিয়র জেলা ও দায়রা জজ জয়নাল আবেদীন এ রায় দেন। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন। তার বাড়ি জেলার কালুখালী উপজেলার চরকুলটিয়া গ্রামে।

মামলা সুত্রে জানা গে‌ছে, ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি বোনের বাড়ি থেকে ফেরার পথে কালুখালী উপজেলার কাশমিয়ার বিল এলাকায় নাজমা বেগমকে হত্যা করে তার দ্বিতীয় স্বামী মকিম। দ্বিতীয় স্বামীর কাছ থেকে প্রথম স্বামীর কাছে যাওয়ায় ক্ষোভে ম‌কিম তা‌কে হত্যা ক‌রে।

পরদিন ২২ ফেব্রুয়ারি সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই‌দিন নিহতের ভাই ইমাম আলী বাদি হয়ে কালুখা‌লি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানী শেষে আজ এ রায় প্রদান ক‌রেন।

/এমএইচআর

Exit mobile version