Site icon Jamuna Television

হবিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, হবিগঞ্জ:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বরুড়া গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত শিশুদের একজন একরাম মিয়া। সে শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা গ্রামের আনাম মিয়ার ছেলে। বরুড়া গ্রামে নানা আইয়ুব আলীর বাড়িতে থাকত একরাম। অপরজন তামান্না আক্তার। একই গ্রামের সুলেমান মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে একরাম ও তামান্না খেলতে খেলতে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ ধরে তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খুঁজতে শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুকুরে তল্লাশি চালিয়ে শিশু দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

মাধবপুর থানার ওসি শহিদ উল্লাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

/এএস

Exit mobile version