বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির বহিষ্কার

|

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও দলের শৃঙ্খলা পরিপন্থী নানা অনাচারের জন্য ঢাকা মহানগর উত্তর যুবদলের আওতাধীন বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) কেন্দ্রীয় যুবদল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুনা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাকর্মীদের কোনও ধরনের অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখতে বলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েরছে কেন্দ্রীয় যুবদল।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply