Site icon Jamuna Television

জোতার মৃত্যু, শোকে মুহ্যমান ভক্ত-সমর্থকসহ ফুটবল বিশ্ব

স্পেনের জামুরার এক হাইওয়েতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন পর্তুগিজ ও লিভারপুল তারকা দিয়েগো জোতা। ২৮ বছর বয়সী প্রয়াত এই ফুটবলারের মৃত্যুতে তাই শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। তার অকাল প্রয়াণে শোকবার্তা দিচ্ছেন ফুটবলাররাসহ ক্লাবগুলোও।

বৃহস্পতিবার (৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে সতীর্থ হারানোকে রীতিমতো অবিশ্বাস্য বলে অভিহিত করেন সিআর সেভেন। জোতার মৃত্যুকে কিছুতেই মেনে নিতে পারছেন না এই পর্তুগিজ মহাতারকা।

রোনালদো লেখেন, এটা অবিশ্বাস্য। এই তো আমরা জাতীয় দলে একসঙ্গে খেললাম, সবে বিয়েটা সারলে তুমি। তোমার পরিবার, স্ত্রী এবং সন্তানদের প্রতি আমার গভীর সমবেদনা এবং পৃথিবীর সমস্ত শক্তি তাদের জন্য কামনা করছি। জানি তুমি সবসময় তাদের সঙ্গে থাকবে। শান্তিতে থাকো, দিয়েগো এবং আন্দ্রে। আমরা সবাই তোমাদের মিস করব। জোতার মৃত্যু ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি।

সবশেষ উয়েফা নেশনস লীগ জয়ী পর্তুগাল দলের সদস্য ছিলেন জোতা। নিজেদের খেলোয়াড়কে হারিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশন শোকবার্তা দিয়েছে।

বিবৃতিতে লেখা রয়েছে, দিয়োগো জোতা এবং আন্দ্রে সিলভার মৃত্যুতে পর্তুগিজ ফুটবল ফেডারেশন এবং পুরো পর্তুগিজ ফুটবল সমাজ শোকস্তব্ধ। জাতীয় দলের হয়ে প্রায় ৫০টি ম্যাচ খেলা এই অসাধারণ খেলোয়াড় শুধু মাঠেই নয়, ব্যক্তি হিসেবেও ছিলেন অনন্য। সতীর্থ ও প্রতিপক্ষ সবাই তাকে সম্মান করত। আনন্দময় স্পিরিটের অধিকারী ছিলেন, আর নিজ সম্প্রদায়ে ছিলেন অনুপ্রেরণার প্রতীক। আমরা হারিয়েছি দুইজন চ্যাম্পিয়নকে। তাদের এই মৃত্যু পর্তুগিজ ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি। তাদের স্মৃতিকে সম্মান জানাতে যা যা করা সম্ভব, তা আমরা করব।

পর্তুগালের হয়ে ৪৯টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন জোতা। জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা এক ডজনেরও বেশি।

জোতার মৃত্যুতে বিবৃতি দিয়েছে লিভারপুল ফুটবল ক্লাব। সেখানে লেখা রয়েছে, দিয়োগো জোতার মর্মান্তিক মৃত্যুর খবরে লিভারপুল শোকাহত। ক্লাবটি নিশ্চিত করেছে যে, ২৮ বছর বয়সী জোতা স্পেনে সড়ক দুর্ঘটনায় তার ভাই আন্দ্রের সঙ্গে প্রাণ হারিয়েছেন। এই শোকাবহ মুহূর্তে লিভারপুল মন্তব্য করার ভাষা হারিয়েছে এবং জোতা ও আন্দ্রের পরিবার, বন্ধুবান্ধব, সতীর্থ এবং ক্লাব স্টাফদের গোপনীয়তা রক্ষা করার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছে, যাতে এই অকল্পনীয় ক্ষতির সঙ্গে তারা মানিয়ে নিতে পারেন। আমরা তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা করে যাব।

লিভারপুল কোচ ক্লপ শিষ্য হারানোর বেদনায় শোক প্রকাশ করেছেন। জোতাকে স্মরণ করে তিনি বলেন, আমরা তোমাকে মিস করব জোতা। দিয়েগো এবং তার ভাই আন্দ্রে যাওয়ার কথা শুনে আমি হৃদয়গ্রাহী। আমার প্রার্থনা তার জন্য।

এদিকে, নিজেদের প্রিয় ক্লাবের খেলোয়াড়ের অকাল মৃত্যুর খবর পেয়ে শোকে ছেয়ে গেছে লিভারপুলের হোম স্টেডিয়াম এনফিল্ড এলাকা। শতশত ভক্ত সমর্থক জোতার স্মরণে সেখানে ভিড় করতে থাকে।

অ্যানফিল্ডের সামনে লিভারপুল ভক্ত-সমর্থকদের ভিড়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও শোক জানিয়েছেন জোতার মৃত্যুতে। এছাড়া এভারটন ও ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তদেরও দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে জোতার বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা করতে।

ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তদেরও দেখা যায় শোক প্রকাশ করতে।

শোক প্রকাশ করেছেন ব্রিতিশ রাজপরিবারের দুই সদস্য প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা লেখেন, ফুটবল পরিবারের অংশ হিসেবে আমি জোতা এবং তার ভাইয়ের মৃত্যুর কথা শুনে গভীরভাবে দুঃখিত হয়েছি। লিভারপুল-উলভসের ভক্ত সমর্থকরা যারা তাকে চিনত তারাও শোকাবহ সময় পার করছে। কারণ, ইংল্যান্ডের উভয় ক্লাবেই জোতা খেলেছিল।

জোতার নিজ শহরের ক্লাব এফসি পোর্তো জোতার মৃত্যুতে ক্লাবের পতাকা অর্ধনমিত করেছে। স্টেডিয়ামের সাইটস্ক্রিনে দেখা গেছে জোতার প্রতি তাদের ভালোবাসা।

/এমএইচআর

Exit mobile version