Site icon Jamuna Television

৩০০ ফিট এলাকার লেক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর ৩০০ ফিট সড়কের পাশে কুড়িল প্রান্তের লেক থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যার কিছু আগে ওই লেকের পাশের সড়ক দিয়ে যাওয়া মানুষজন লেকের পানিতে ভাসমান অবস্থায় ওই লাশটি দেখতে পান। যুবকের বয়স ১৮ থেকে ২০ এর মধ্যে বলে ধারণা করা হচ্ছে। তার গায়ে কোনও শার্ট ছিল না, তবে কালো রংয়ের প্যান্ট পড়া ছিলেন তিনি।

খবর পেয়ে মরদেহটি আনুষ্ঠানিকভাবে উদ্ধার করে পুলিশ। লাশ মর্গে পাঠানো হয়েছে। তবে এখনও ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

/এএস

Exit mobile version