বিদায়ী অর্থবছরে রফতানির গতি ছিল বেশ সন্তোষজনক। আগের অর্থবছরের চেয়ে রফতানি আয় বেড়েছে, সাড়ে ৮ শতাংশের বেশি। যদিও জুনে ঈদের ছুটি ছিল ১০ দিন।
রাজস্ব বোর্ডের কর্মীদের ধর্মঘটের কারণে শেষ দুই কর্মদিবসে রফতানি কার্যক্রম বিঘ্নিত হয়। এ কারণে জুন মাসে রফতানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। এ বাস্তবতার মধ্যেই গড়ে ৯ শতাংশ রফতানি আয় বেড়েছে।
রফতানির পরিমাণের দিক থেকেও সদ্যসমাপ্ত অর্থবছরের আয় গত তিন অর্থবছরের মধ্যে সবচেয়ে বেশি। অর্থবছরটিতে রফতানি আয় হয়েছে ৪ হাজার ৮২৮ কোটি ৩৩ লাখ ডলারের।
এর আগে গত ২০২১-২২ অর্থবছরে এর চেয়ে বেশি ৫ হাজার ২০৮ কোটি ডলার রফতানি থেকে আয় এসেছিল। অবশ্য ওই অর্থবছর পর্যন্ত রফতানি আয়ে গোঁজামিলের অভিযোগ প্রমাণিত হয়।
গত অর্থবছরে, একক পণ্য হিসেবে তৈরি পোশাক থেকেই এসেছে ৩ হাজার ৩৩৫ কোটি ডলার। বাকি সব পণ্য থেকে রফতানি আয় এসেছে ৯৯৩ কোটি ডলার। আগের অর্থবছরের চেয়ে গত অর্থবছর তৈরি পোশাকের রফতানি আয় বেড়েছে ২২০ কোটি ডলারের মতো।
/এটিএম

