জোতার মৃত্যু অবিশ্বাস্য লাগছে রোনালদোর কাছে

|

স্পেনের জামুরার এক হাইওয়েতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন পর্তুগিজ ও লিভারপুল তারকা দিয়েগো জোতা। ২৮ বছর বয়সী প্রয়াত এই ফুটবলারের মৃত্যুতে তাই শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। তার অকাল প্রয়াণে শোকবার্তা দিচ্ছেন ফুটবলারসহ ক্লাবগুলোও। শোক জানিয়েছেন জোতার জাতীয় দলের সতীর্থ ও পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো।

বৃহস্পতিবার (৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে সতীর্থ হারানোকে রীতিমতো অবিশ্বাস্য বলে অভিহিত করেন সিআর সেভেন। জোতার মৃত্যুকে কিছুতেই মেনে নিতে পারছেন না এই পর্তুগিজ মহাতারকা।

রোনালদো লেখেন, এটা অবিশ্বাস্য। এই তো আমরা জাতীয় দলে একসঙ্গে খেললাম, সবে বিয়েটা সারলে তুমি। তোমার পরিবার, স্ত্রী এবং সন্তানদের প্রতি আমার গভীর সমবেদনা এবং পৃথিবীর সমস্ত শক্তি তাদের জন্য কামনা করছি। জানি তুমি সবসময় তাদের সঙ্গে থাকবে।

সিআর সেভেন আরও লেখেন, শান্তিতে থাকো, দিয়েগো এবং আন্দ্রে। আমরা সবাই তোমাদের মিস করব। জোতার মৃত্যু ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য, সবশেষ উয়েফা নেশনস লীগ জয়ী পর্তুগাল দলের সদস্য ছিলেন এই লিভারপুল তারকা। একই ড্রেসিংরুম শেয়ার করেছেন রোনালদো-জোতা।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply