Site icon Jamuna Television

বাম্পার ফলনের পরও নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার

নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। মিলগেট-পাইকারি এবং খুচরা সব স্তরেই চড়া দামে চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। বিক্রেতারা বলছেন, বাম্পার ফলনের পরও কারণ ছাড়াই দাম বাড়ছে।

শুক্রবার (৪ জুলাই) সরেজমিন দেখা গেছে, রাজধানীতে প্রতিবস্তা মিনিকেটের দাম সাড়ে তিনশ থেকে ৪শ’ টাকা বেড়েছে। বিআর ২৮ ও পাইজাম বেড়েছে ২শ’ টাকা পর্যন্ত।

ঈদুল আজহার পর রাজধানীর বাজারে মিনিকেটসহ বিভিন্ন সরু, মাঝারি ও মোটা চালের দাম কেজি প্রতি ৫ থেকে ৮ টাকা পর্যন্ত বেড়েছে। প্রতিবস্তা মিনিকেটের জন্য ৪শ’ টাকা বাড়তি গুণতে হচ্ছে। বিআর ২৮ ও পাইজামের জন্যও প্রতিবস্তায় বাড়তি দিতে হবে ২শ’ টাকা পর্যন্ত। মানভেদে এক কেজি মিনিকেটের জন্য গুণতে হবে ৮০-৮৫ টাকা। যেকোন জাতের মাঝারি চালের জন্য দিতে হবে কমপক্ষে ৬০-৬৫ টাকা।

এদিকে চালের বাজার নিয়ন্ত্রণের জন্য সারাদেশে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং জেলা খাদ্য বিভাগের নেতৃত্বে অভিযান পরিচালিত হলেও তার সুফল মিলছে না। মিলগেট এবং বড় আড়তগুলোতে তদারকি জোরদার করারও দাবি করছেন রাজধানীর খুচরা বিক্রেতারা।

/এমএইচ

Exit mobile version