Site icon Jamuna Television

লা লিগার সূচি প্রকাশ, জানা গেল এল ক্লাসিকোর তারিখ

স্প্যানিশ লা লিগার ২০২৫-২৬ মৌসুমের সূচি প্রকাশ করা হয়েছে। জানা গেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দুই মুখোমুখি লড়াইয়ের তারিখও।

আগামী ১৭ আগস্ট লিগের নতুন মৌসুম শুরু হবে। প্রথম দিনেই মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বার্সা অ্যাওয়ে ম্যাচ খেলবে ম্যালোরকার বিপক্ষে। অপরদিকে, নিজেদের মাঠে ওসাসুনার বিপক্ষে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ।

রিয়াল মাদ্রিদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ এদিন মোকাবিলা করবে এসপানিওলের।

মৌসুমের প্রথম ক্লাসিকো হবে চলতি বছরের ২৬ অক্টোবর। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

দ্বিতীয় ক্লাসিকোটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১০ মে। সেবার বার্সার ঐতিহ্যবাহী মাঠ ক্যাম্প ন্যু’তে রিয়ালকে আতিথ্য দেবে কাতালানরা।

উল্লেখ্য, মৌসুমের শেষ ম্যাচ ডে ২৪ মে, ২০২৬। লিগের পূর্ণাঙ্গ সূচি দেখতে ক্লিক করুন এই লিঙ্কে।

/এমএইচআর

Exit mobile version