Site icon Jamuna Television

নতুন জাতীয় প্রতীক উন্মোচন করল সিরিয়া

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় উন্মোচিত হয়েছে নতুন জাতীয় প্রতীক। ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের প্রেক্ষিতেই আনা হয়েছে এ পরিবর্তন। ইসলামী ঐতিহ্য ও বীরত্বগাঁথার পাশাপাশি বর্তমানে সিরিয়ার জনগণ ‘মুক্ত ও স্বাধীন’— সেই বিষয়টিও তুলে ধরা হয়েছে নতুন প্রতীকে।

বৃহস্পতিবার (৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে এ প্রতীক উন্মোচন করেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

নতুন জাতীয় প্রতীক উন্মোচনকে ঘিরে আয়োজন করা হয় উৎসবের। রাজধানী দামেস্কের এই আয়োজনে অংশ নেন হাজার হাজার মানুষ।

মূলত দেশটির সিরিয়ার নতুন জাতীয় প্রতীকে তুলে ধরা হয়েছে ইসলামের ঐতিহ্য এবং বীরত্বগাঁথা। আর তাই বেছে নেয়া হয়েছে সোনালি ঈগল। কারণ ইসলামের ইতিহাসে ঈগল ছিল শক্তি ও বিজয়ের প্রতীক। দিগ্বিজয়ী মুসলিম সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ, বিস্তীর্ণ ভূমধ্যসাগরীয় অঞ্চল জয়ের সময় ব্যবহার করেছিলেন এই প্রতীক।

প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, আমাদের নতুন এ পরিচয় বলে দেয় যে, সিরিয়া কোনো বিভাজন মানে না। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ- সবখানেই আমরা একতাবদ্ধ। সাংস্কৃতিক ও জাতিগত বৈচিত্র্য আমাদের ভাঙনের নয়, বরং সমৃদ্ধির প্রতীক।

দেশটির সাধারণ মানুষ নতুন জাতীয় প্রতীকের ব্যাপারে ইতিবাচক ধারণা পোষণ করছেন। উৎসবে আসা একজন বলেন, আগের প্রতীকটি আসাদ ও তার পরিবারের শাসন আর অপরাধের প্রতীক ছিল। নতুন এই প্রতীকটি আমাদের জন্য শুধু গর্ব আর সম্মান নয়, বিজয়ের আনন্দও দেয়।

পুরনো প্রতীকে ঈগলের বুকে ঢালের ওপর ছিল তিনটি তারা। নতুন প্রতীকে এই তারাগুলো পাখিটির মাথার ওপর রাখা হয়েছে, যা সিরিয়ার জনগণের মুক্তি ও স্বাধীনতার প্রতীক। সোনালি ঈগলের দুই ডানায় আছে ১৪টি পালক, যা দেশের ১৪টি প্রদেশকে নির্দেশ করে। লেজের পাঁচটি পালক সিরিয়ার প্রধান পাঁচটি অঞ্চল- উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ ও কেন্দ্র বোঝায়।

দেশটির প্রশাসন জানিয়েছে, প্রতীকের নতুন ডিজাইনের সাথে মিল রেখে পরিবর্তন আনা হবে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টেও।

/এমএইচআর

Exit mobile version