Site icon Jamuna Television

সবচেয়ে ভালো নির্বাচন দিতে সরকার বদ্ধ পরিকর: জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, আগামী নির্বাচনে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে। নির্বাচনটি স্মরণকালের সবচেয়ে ভালো করতে সরকার বদ্ধ পরিকর।

শুক্রবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে জেলার মাদারগঞ্জে অনুসন্ধান কূপ খনন কাজ পরিদর্শনে যান তিনি। এ সময় উপস্থিত সাংবাদিকদের সাথে আলপকালে এ কথা বলেন তিনি।

ফাওজুল কবির খান বলেন, আগামী নির্বাচনে প্রত্যেক প্রার্থীর এজেন্টরা ভোটকেন্দ্রে থাকতে পারবেন। উন্মুক্ত ও সুষ্ঠুভাবে ভোট গণনার সুযোগ থাকবে। এ সময় নির্বাচনে জয়ীদের সরকার স্বাগত জানাবে বলেও জানান তিনি।

জামালপুর-১ অনুসন্ধান কূপ পরিদর্শন শেষে মাদারগঞ্জের সৌর বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে বিদ্যুৎ উপদেষ্টার। এ সময় বিদ্যুৎ ও জ্বালানী সচিব মো. সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান, বাপেক্সের এমডি প্রকৌশলী মো. ফজলুল হক ও জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

/আরএইচ

Exit mobile version