Site icon Jamuna Television

যশোরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

ছবি: সংগৃহীত

যশোর করেসপনডেন্ট:

যশোরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে মিশকাত রহমান সুলতান (১২) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) দুপুরে দিকে যশোর সদর উপজেলার কামারগন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত মিশকাত রহমান সুলতান ওই গ্রামের রাসেল হোসেনের ছেলে। তিনি ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

নিহতের মা সেলিনা বেগম জানান, স্কুল বন্ধ থাকায় সুলতানসহ তার কয়েকজন বন্ধু মিলে কামারগন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলতে গিয়েছিল। খেলার একপর্যায়ে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি চলাকালে বজ্রপাতে সুলতান আহত অবস্থায় মাঠে পড়ে ছিল। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। এসময় জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে সুলতানকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবাইদা আফসানা জানান, বজ্রপাতের কারণে সুলতানের মৃত্যু হয়েছে। তার শরীরের কিছু স্থান ঝলসে গেছে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version