অবশেষে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘অন্যদিন…’

|

অবশেষে জানা গেলো বহুল প্রতীক্ষিত ‘অন্যদিন…’ সিনেমার মুক্তির তারিখ। যে ছবি ২০২৪ সালের জুলাইয়ের আগে মুক্তি সম্ভব ছিল না, সেই ছবি মুক্তি পাচ্ছে এ বছর জুলাইয়ে! কামার আহমাদ সাইমন পরিচালিত এবং সারা আফরীন প্রযোজিত ‘জলত্রয়ী’র দ্বিতীয় ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১১ই জুলাই। এই তারিখ থেকে টানা সাতদিন প্রেক্ষাগৃহে দেখা যাবে আলোচিত ছবিটি।

বিশ্বের প্রথম সারির চলচ্চিত্র উৎসব ইডফার মূল প্রতিযোগিতার ছবি, কানের সিনফন্দেশিওনের অফিসিয়াল সিলেকশন, লোকার্নোর পিয়াতজা গ্রান্দায় বাংলাদেশের প্রথম ‘ফিচারড ডিরেক্টর’ হিসেবে সম্মাননা, ক্যামডেনের হ্যারেল অ্যাওয়ার্ড এবং ফ্রান্সের আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজসহ নানা আন্তর্জাতিক উৎসবে পুরস্কার অর্জন করা ‘অন্যদিন…’ ইতিমধ্যে সেন্সর জটিলতা ও ব্যতিক্রমধর্মী প্রচারণার জন্য চলচ্চিত্রবোদ্ধা ও দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

প্রযোজক সারা আফরীন জানান, ‘অন্যদিন…’ কান, লোকার্নো, ক্যামডেনসহ আন্তর্জাতিক অঙ্গনে বহু পুরস্কার ও স্বীকৃতি পেলেও দেশে এতদিন নিষিদ্ধ ছিল। ২০১৪-তে সানড্যান্স থেকে গ্রান্ট জেতে ‘অন্যদিন…’। ২০২১-এ ইডফায় ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর তাদের ওয়েবসাইটে অন্যদিনকে লেখা হয়েছিল ক্যালাইডোস্কোপিক ও ফিলসফিক্যাল’। এছাড়াও ছবিটি নিউ ইয়র্কের মমি-তে মাস্টারপিস হিসেবে নির্বাচিত হয়। অংশ নেয় জুরিখ, সিডনি ও নন্তের ফেস্টিভ্যাল অফ থ্রি কন্টিনেন্টস প্রতিযোগিতায়।

এর আগে গত ২৪শে জুন (মঙ্গলবার), সন্ধ্যায় রাজধানীর সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে ছবিটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আখতার, অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, মানবাধিকারকর্মী হামিদা হোসেন ও শিরীন হক, কবি ফরহাদ মজহার, আলোকচিত্রী শহিদুল আলম, নাট্যজন জামিল আহমেদ, ব্যারিস্টার সারা হোসেন, বাংলা একাডেমীর পরিচালক মোহাম্মাদ আজম, অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, প্রযোজক রেদোয়ান রনি, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, অধ্যাপক সাঈদ ফেরদৌস, মানস চৌধুরী ও সৈয়দ নিজার হোসেইন, স্থপতি শামসুল ওয়ারেস ও জালাল আহমেদ, সাংবাদিক বিধান রিবেরু ও এহসান মাহমুদ, নির্মাতা হুমায়রা বিলকিস, শিক্ষক খোরশেদ আলম, প্রিতু শরমিন, অ্যাক্টিভিস্ট মীর হুযাইফা আল-মামদূহ, মেঘমল্লার বসুসহ রাজনৈতিক ও সাংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।

‘অন্যদিন…’ মুক্তির ব্যাপারে পরিচালক কামার বলেন, একটা ছবিকে গায়েব করা মানে, একজন নির্মাতাকে গুম করে দেয়া। ২৪’র জুলাইয়ের আগে ‘অন্যদিন’ দেখানোয় নিষেধাজ্ঞা ছিল। তাই ঠিক করেছিলাম এরপর আর কোনো ছবিই বানাবো না। কিন্তু জুলাই এসে সব ওলট-পালট করে দিল। কাক এবং কবিরা কিন্তু ভূমিকম্প আগে টের পায়, যেকোন শিল্প মাধ্যমের ক্ষেত্রেই কথাটা খাটে, যদি না শিল্পীরা তাদের আত্মসত্তা বিক্রি করে না দেন। বিগত রেজিমের জন্য ছবিটা প্রফেটিক হয়ে যাওয়ায় তারা আটকে দিয়েছিল ‘অন্যদিন…’। সেই জন্য আমরা ঠিক করি জুলাইকে উৎসর্গ করে এই জুলাইতেই মুক্তি দিব ‘অন্যদিন…’।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply