Site icon Jamuna Television

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের

শ্রীলঙ্কা সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ। এক বছর পর দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও নাইম শেখ।

লিটন কুমার দাসের নেতৃত্বে ১৬ সদস্যের দলে আরও আছেন তানজিদ তামিম, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক। মেহেদি মিরাজের সাথে যায়গা পেয়েছেন শামীম পাটোয়ারীও।

এছাড়া রিশাদ হীসেন, শেখ মেহেদি, নাসমু আহমেদও আছেন স্কোয়াডে। পেস ডিপার্টমেন্ট সামলাবেন তাসকিন, মোস্তাফিজ, শরিফুল ও তানজিম সাকিব।

উল্লেখ্য, আগামী ১০, ১৩ ও ১৬ জুলাই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

/এআই

Exit mobile version