Site icon Jamuna Television

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহের মহশেপুর সীমান্তে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজবি। শুক্রবার (৪ জুলাই) দুপুর আড়াইটার সময় উপজেলার বাঘাডাংগা সীমান্তে তাকে আটক করা হয়।

আটককৃত ভারতীয়র নাম নাগরিক রঞ্জিত কুমার (৫৬)। তিনি শিতারামপুর উত্তর প্রদেশের রামপুরমথুরা বাসুরা গ্রামের প্রফুল্লাহ কুমারের ছেলে।

৫৮ বিজবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, বাঘাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৩৩-আর থেকে আনুমানিক এক কলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর গ্রামের ব্রিজের উপর থেকে নিয়মিত টহল পরিচালনা করে ভারতীয় নাগরিক রঞ্জিত কুমারকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃত ভারতীয় নাগরিককে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এএস

Exit mobile version