Site icon Jamuna Television

পদ্মায় ট্রলার-স্পিডবোট সংঘর্ষ, নিখোঁজ ১

প্রতীকী ছবি

স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ:

মুন্সিগঞ্জের লৌহজংয়ে মাওয়া সংলগ্ন পদ্মা নদীতে স্পিডবোট-ট্রলার সংঘর্ষে মোজাম্মেল (৩৭) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে নদীর পদ্মা সেতু এলাকায় এঘটনা ঘটে। নিখোঁজ মোজাম্মেল হবিগঞ্জের লাখাই উপজেলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, বিকেলে মোজাম্মেল সহ ৪ বন্ধু মিলে স্পিডবোট ভাড়া করে পদ্মা সেতু এলাকায় ভ্রমণে বের হয়। এ সময় স্পিডবোটটিতে আরও ৪ জন যাত্রী ছিলো। একপর্যায়ে নদীতে  ট্রলারের সাথে স্পিডবোটের সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, এ সময় মোজাম্মেল পানিতে পড়ে নিখোঁজ হয়, বাকি ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিখোঁজ ব্যাক্তির খোঁজে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

/এএস 

Exit mobile version