Site icon Jamuna Television

৩৬ জুলাই শহীদ হওয়ার কাছাকাছি ছিলাম, সুযোগ এলে পিছপা হবো না: আসিফ

ফাইল ছবি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, ‘গত বছর জুলাইতেও আমাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিল একজন। এ দেশের জনগণ তার কী পরিণতি করেছে, তা সবারই জানা।’

শুক্রবার (৫ জুলাই) রাতে সামাজিকমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

আসিফ লিখেছেন, ‘জুলাইতে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের। ৩৬ জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম। শাহাদাতের সুযোগ আসলে পিছপা হবো না।’

আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট

তিনি আরও বলেন, ‘জুলাই এ দেশে লক্ষ-কোটি বিপ্লবীর জন্ম দিয়েছে। আমি বা আমরা না থাকলেও ক্ষতি নেই, আমাদের ভিশন আমাদের ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশকে একটি সার্বভৌম, শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই বিপ্লবীদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে ‘
“একটারে মারি একটাই যায়, বাকিডি যায় না স্যার।” ভুলে গেছেন?

/এসআইএন

Exit mobile version