Site icon Jamuna Television

যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক হামাস

গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়সংক্রান্ত প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে হামাস—এমনটি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। খবর রয়টার্সের।

শুক্রবার (৪ জুলাই) তাদের মধ্যস্থতাকারীদের কাছে আনুষ্ঠানিক জবাব জমা দেয় সংগঠনটি। হামাসের এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।

এতে বলা হয়, মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাব নিয়ে নিজেদের অভ্যন্তরীণ আলোচনা এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সঙ্গে পরামর্শ শেষ করেছে হামাস। এখন এই প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নিয়ে তাৎক্ষণিক ও আন্তরিকভাবে আলোচনায় বসার জন্য প্রস্তুত তারা।

অন্যদিকে, শনিবার ইসরায়েলি গণমাধ্যম জানায়, যুদ্ধবিরতি-সংক্রান্ত প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়া হাতে পেয়েছে তেল আবিব। এই প্রতিক্রিয়ার বিস্তারিত বর্তমানে পর্যালোচনা করছে ইসরায়েলের কর্মকর্তারা।

/এসআইএন

Exit mobile version