Site icon Jamuna Television

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে বাসার আশপাশে বা কোথাও যেনও তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে নগরবাসীকে আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাজাহান মিয়া।

শনিবার (৫ জুলাই) সকালে রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে এ আহ্বান জানান তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের কাজ নজরদারি করতে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। ডেঙ্গু বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হচ্ছে। তবে, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে হবে।

এসময়, শহরকে আবর্জনা মুক্ত রাখতে এ ধরনের অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে বলে জানান স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকসুদ জিহাদী।

/এমএইচ

Exit mobile version