Site icon Jamuna Television

দুই ঘণ্টা পর সচল হলো শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে

যান্ত্রিক ত্রুটিতে রানওয়েতে আটকে পড়া উড়োজাহাজ সরিয়ে নেয়ার পর আবারও সচল হয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে।

শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সৌদি আরবের মদীনা থেকে ৩৮৭ জন হজযাত্রী নিয়ে দেশে ফিরছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৩৮। অবতরণের পর রানওয়ে-২৩ প্রান্তে পৌঁছালে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বিমানবন্দরের রানওয়ে।

কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়ার পর উড়োজাহাজটিকে রানওয়ে থেকে সরিয়ে এপ্রোনে নেয়া হয়। ত্রুটি সারিয়ে উড়োজাহাজটি সরানো হলে প্রায় দুই ঘণ্টা পর আবারও স্বাভাবিক হয় বিমানবন্দরের কার্যক্রম।

/এসআইএন

Exit mobile version