Site icon Jamuna Television

মেহেরপুরে হেরোইনসহ মা-ছেলে আটক

মেহেরপুর করেসপনডেন্ট:

মেহেরপুর সদর উপজেলার ওয়াদাপাড়া থেকে হেরোইনসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।শনিবার (৫ জুলাই) সকালে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ওয়াদাপাড়ার নুরুন্নবীর স্ত্রী শিখা খাতুন (৪৫) ও তার ছেলে জাহিদ (২৫)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাসা থেকে তাদেরকে আটক করা হয়। অভিযানে ১৩০ গ্রাম হেরোইন, নগদ ৬২ হাজার ৮৩০ টাকা ও মাদক বিক্রির সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃতরা হেরোইন বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হবে।

/আরএইচ

Exit mobile version