Site icon Jamuna Television

‘শহীদ পরিবারকে ব্যবহার করে মামলা বাণিজ্য হচ্ছে’

শহীদ পরিবারকে ব্যবহার করে মামলা বাণিজ্য হচ্ছে। এখনও আসল অপরাধী ধরা না পড়ায় মামলা করতে অনীহা আছে শহীদ পরিবারের। এমন দাবি করেছেন শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ শ্রাবন্তী।

শনিবার (৫ জুলাই) বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে জাস্টিস অ্যান্ড রিফর্ম ওয়াচ আয়োজিত ‘জুলাই এবং বিচার: প্রত্যাশা ও সংকট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিস্টদের মূল নেতারা চলে গেলেও তৃণমূল নেতারা এখনও ভিন্ন পরিচয়ে রয়ে গেছে। মামলা করতে শহীদ পরিবারগুলো এখনও ভয় পাচ্ছে।

বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার বলেন, ট্রাইব্যুনাল মিডিয়া ট্রায়াল বা শোনা কথার ভিত্তিতে রায় দেবে না। পর্যাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই বিচার হবে। অভিযুক্তরাও সুযোগ পাবে নিজেদের নির্দোষ প্রমাণের। এর জন্য সময় বেঁধে দেয়া যেমন সম্ভব না তেমনি, অনন্ত সময়ও নেওয়া উচিত হবে না।

বক্তারা, দৃশ্যমান শাস্তি ও কার্যকর বিচারের দাবি জানান গোলটেবিল বৈঠক থেকে।

/এএস

Exit mobile version