Site icon Jamuna Television

বিইউবিটিতে ‘রকেট অ্যাডভেঞ্চার ডে’ অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটিতে) বিশ্ববিদ্যালয়ে ‘রকেট অ্যাডভেঞ্চার ডে’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) বিইউবিটি ও স্পেস ইনোভেশন ক্যাম্প যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে। 

৪ থেকে ১৬ বছর বয়সী স্কুলের শিক্ষার্থীরা দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে শিক্ষার্থীরা রকেট তৈরির কর্মশালা, রকেট সিমুলেশন, দলীয়ভাবে রকেট উৎক্ষেপণ কার্যক্রম এবং কম্পিউটার ভিত্তিক রকেট ট্রাজেক্টরি নির্ধারণের বিষয়ে হাতে কলমে জ্ঞান অর্জন করে। শিশু-কিশোরদের মধ্যে মহাকাশ বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি এবং তাদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে আগ্রহী করাই এ প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল বলে জানিয়েছেন আয়োজকরা।

শিক্ষার্থীরা জানায়, এই ধরনের ব্যতিক্রমী অভিজ্ঞতা তাদের রকেট ও মহাকাশ বিজ্ঞানের প্রতি গভীর আগ্রহ তৈরি করেছে। ভবিষ্যতে এই ধরনের কার্যক্রমে তারা আরও অংশ নিতে চান।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলী আহমেদ। তিনি বলেন, শিশু-কিশোরদের মধ্যে বৈজ্ঞানিক কৌতূহল সৃষ্টি করাতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও ‍উপস্থিত ছিলেন বিইউবিটির রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এপ্লাইড সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মুন্সী মাহবুবুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়্যারম্যান সহকারী অধ্যাপক মো. সাইফুর রহমান, স্পেস ইনোভেশন ক্যাম্পের সভাপতি আরিফুল হাসান অপু।

/আরএইচ

Exit mobile version