Site icon Jamuna Television

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৮

দিনাজপুর করেসপনডেন্ট:

দিনাজপুর শহরে কালীতলায় বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শিশু নারী ও পুরুষসহ ৮ জন অগ্নিদগ্ধ হয়েছেন। শনিবার (৫ জুলাই) দুপুর ৩ টায় দিনাজপুর শহরের কালীতলা মাহবুব রহমানের বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণের এই ঘটনা ঘটে।

আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে রিয়াজ উদ্দিন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে রাজধানীর জাতীয় বার্ন ইন্সটিটিউটে স্থানান্তর করা হয়েছে। তার শরীরের ২৪ শতাংশ অগ্নিদগ্ধ ও শ্বাসনালী পুড়ে গেছে।

দগ্ধ ব্যক্তিদের মধ্যে রয়েছেন—দিনাজপুর সদর উপজেলার মাজাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রিয়াজ উদ্দিন (২০), গৃহকর্তা মাহবুবের স্ত্রী রুবিনা আক্তার (৪৫), প্রতিবেশী নরেশ চন্দ্রের ছেলে মলয় চন্দ্র (৩০), সাল্লুর স্ত্রী আমিদা রানী (৪৬), কামরুদ্দিনের ছেলে শাহজাহান কবির (৬০), সাবেক কমিশনার মনিরুল ইসলাম বুলুর স্ত্রী শিরিন আক্তার (৪৫) ও তাঁদের ছেলে স্বচ্ছ (১৩) এবং প্রাইভেট শিক্ষক ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজীব (২৬)। সজীব রংপুরের মিঠাপুকুর উপজেলার আনোয়ারুল ইসলামের ছেলে।

অগ্নিদগ্ধ সজীব বলেন, দোকান থেকে একটি নতুন গ্যাস সিলিন্ডার মাহবুব এর বাসায় আনা হয়। এরপর সংযোগ দেওয়ার পর থেকেই লিকেজ দেখা যায়। গ্যাস সিলিন্ডারের লিকেজ বন্ধ করার জন্য কয়েকজন চেষ্টা করার একপর্যায়ে হঠাৎ করেই আগুন ধরে যায়। এই লিকেজ অবস্থায় রিয়াজ উদ্দিন নামে এক ব্যক্তি লিকেজ বন্ধ করার জন্য পুনরায় রান্নাঘরে প্রবেশ করে। এরই একপর্যায়ে রান্নাঘরে সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে পার্শ্ববর্তী বাড়ির কয়েকজন দেখতে আসে। এ সময় সেই সিলিন্ডারের আগুন তাদের গায়েও লাগে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন ডাক্তার ইসরাত রূপালী ও ডাক্তার নেন্সি জানান, দগ্ধ আটজন নারী-পুরুষ ও এক কিশোর হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রিয়াজ উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

/এএস

Exit mobile version